উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ আটক ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০৮:৪৯
নাশকতার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল আমিন উজ্জ্বলসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- কাটাবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আবু জারদা বাপ্পী (২১) ও সাদুল্লাহচর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে নূরুল ইসলাম (৩৫)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, “কিশোরগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। তাই তাদের আটক করা হয়েছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০৮:৪৯

নাশকতার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল আমিন উজ্জ্বলসহ তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- কাটাবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আবু জারদা বাপ্পী (২১) ও সাদুল্লাহচর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে নূরুল ইসলাম (৩৫)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বলেন, “কিশোরগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। তাই তাদের আটক করা হয়েছে।”
শেয়ার করুন