শিবির নেতার বাড়ি থেকে বুলেটপ্রুফ জ্যাকেট ও ককটেল উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আলীর বাড়ি থেকে বুলেটপ্রুফ জ্যাকেট ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
শনিবার রাতে উপজেলার বাখুয়া গ্রামে অবস্থিত মোহাম্মদ আলীর বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৯টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ৯টি ককটেল উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত জুরান প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক আইনে ২৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাশকতার চালানোর জন্য এগুলো মজুত করা হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আলীর বাড়ি থেকে বুলেটপ্রুফ জ্যাকেট ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
শনিবার রাতে উপজেলার বাখুয়া গ্রামে অবস্থিত মোহাম্মদ আলীর বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৯টি বুলেটপ্রুফ জ্যাকেট ও ৯টি ককটেল উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত জুরান প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক আইনে ২৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাশকতার চালানোর জন্য এগুলো মজুত করা হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শেয়ার করুন