সোনাগাজীতে দুর্বৃত্তদের হামলায় আ’লীগের ২ কর্মী আহত
ফেনী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৪
সোনাগাজীর বগাদানা ইউপির পাইকপাড়া গ্রামে সোমবার সকালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।
স্থানীয় চেয়ারম্যান আখম খোকন জানান, সকাল ৭টার দিকে ২টি সিএনজিযোগে ৮/৯ জন দুর্বৃত্ত বন্দুক, রাম দা নিয়ে আসে। পশ্চিম পাইকপাড়া চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল মালেকের ছেলে খুরশিদ আলম ও বজলুল করিমের ছেলে ইউনুছকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল আলম জানান, আহতদের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আহত দুইজন আওয়ামী লীগ কর্মী। কারা তাদের উপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফেনী প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৪

সোনাগাজীর বগাদানা ইউপির পাইকপাড়া গ্রামে সোমবার সকালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।
স্থানীয় চেয়ারম্যান আখম খোকন জানান, সকাল ৭টার দিকে ২টি সিএনজিযোগে ৮/৯ জন দুর্বৃত্ত বন্দুক, রাম দা নিয়ে আসে। পশ্চিম পাইকপাড়া চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল মালেকের ছেলে খুরশিদ আলম ও বজলুল করিমের ছেলে ইউনুছকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল আলম জানান, আহতদের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আহত দুইজন আওয়ামী লীগ কর্মী। কারা তাদের উপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।