হবিগঞ্জে ৫ জন গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৫
হবিগঞ্জে জেলা কৃষক দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়ালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের সিদ্দিকুর রহমান মাসুম, সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সেলিম আহমেদ, আমির আলী ও লিলু মিয়া। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হবিগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৫

হবিগঞ্জে জেলা কৃষক দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়ালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের সিদ্দিকুর রহমান মাসুম, সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সেলিম আহমেদ, আমির আলী ও লিলু মিয়া। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
শেয়ার করুন