যশোরে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ৩ নেতা আটক
যশোর প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:২০
গণসংযোগে যাওয়ার সময় যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী এবং সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হোসেন বাবু।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সকাল ১০টার দিকে তিনি নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ইছালি ইউনিয়নের দিকে গণসংযোগের জন্য যাচ্ছিলাম। পথে পাঁচবাড়িয়া এলাকায় পুলিশ গাড়ি থামিয়ে তিনজনকে নামিয়ে নিয়ে চলে যায়।
আটক তিন নেতা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিনে ছিলেন দাবি করে অমিত বলেন, ‘প্রচারণার শেষ সময়ে এসে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে প্রার্থী হিসেবে আমাকে একা করে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।’
নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘সেপ্টেম্বর মাসের একটি নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
যশোর প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:২০

গণসংযোগে যাওয়ার সময় যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী এবং সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হোসেন বাবু।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সকাল ১০টার দিকে তিনি নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ইছালি ইউনিয়নের দিকে গণসংযোগের জন্য যাচ্ছিলাম। পথে পাঁচবাড়িয়া এলাকায় পুলিশ গাড়ি থামিয়ে তিনজনকে নামিয়ে নিয়ে চলে যায়।
আটক তিন নেতা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিনে ছিলেন দাবি করে অমিত বলেন, ‘প্রচারণার শেষ সময়ে এসে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে প্রার্থী হিসেবে আমাকে একা করে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।’
নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘সেপ্টেম্বর মাসের একটি নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে।’