পুলিশের অনুমতি না মেলায় বিএনপির জনসভা স্থগিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪১
পুলিশের অনুমতি না পাওয়ায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট'র জনসভা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় ধানের শীষের প্রার্থী আকবর হোসেনের নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির উদ্যোগে প্রার্থী বিকেল ৩টায় সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে। আকবর হোসেন অনুমতি চেয়ে ফেনীর পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে জানাতে আবেদনপত্রটি সোনাগাজী মডেল থানায় পাঠান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কা করে জনসভার অনুমতি না দেয়ার সুপারিশ করেন। ওসির সুপারিশে আটকে যায় জনসভার অনুমতি।
উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন অনুমতি না পেয়ে জনসভা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪১

পুলিশের অনুমতি না পাওয়ায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট'র জনসভা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় ধানের শীষের প্রার্থী আকবর হোসেনের নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির উদ্যোগে প্রার্থী বিকেল ৩টায় সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে। আকবর হোসেন অনুমতি চেয়ে ফেনীর পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে জানাতে আবেদনপত্রটি সোনাগাজী মডেল থানায় পাঠান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কা করে জনসভার অনুমতি না দেয়ার সুপারিশ করেন। ওসির সুপারিশে আটকে যায় জনসভার অনুমতি।
উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন অনুমতি না পেয়ে জনসভা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।