জাল নোটসহ ধানের শীষ প্রার্থীর জামাতা আটক
সাতক্ষীরা প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৭
সাতক্ষীরা-২ সদর আসনের ধানের শীষ প্রার্থীর জামাতা ও সরকারি কলেজের শিক্ষক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এবং সদরের মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা।
তিনি সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করেছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৭

সাতক্ষীরা-২ সদর আসনের ধানের শীষ প্রার্থীর জামাতা ও সরকারি কলেজের শিক্ষক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এবং সদরের মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা।
তিনি সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করেছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
শেয়ার করুন