‘টাকা বিতরণকালে’ ৭ জামায়াত কর্মী আটক
গাইবান্ধা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৭
গাইবান্ধায় নাশকতা মামলার আসামিসহ সাতজন জামায়াত কর্মীকে আটক করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় তাদের আটক করা হয় বলে জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
বুধবার রাতে গাইবান্ধা সদর থানায় সাংবাদিকদের ডেকে বিষয়টি জানানো হয়। এর আগে ওইদিন দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাদা চর থেকে ২০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটকদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে।
পুলিশ সুপার বলেন, ‘তথ্য ছিল একটি টিমে ২৭ থেকে ২৮ জন ছিল। ঘটনাস্থলে গিয়ে আমরা সাতজনকে আটক করতে সক্ষম হই। তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। তাদের মধ্যে দুইজন ২০১৫ সালে সদর উপজেলার তুলসীঘাটে চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক রেজা প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্মা বলেন, ‘এটা বিদেশ থেকে আনা টাকা কিনা তা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে মামলা দায়ের করা হবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনে যদি ফলাফল তাদের পক্ষে না যায় তবে নির্বাচন বানচাল করার লক্ষ্য নিয়ে তারা এই টাকা বিলি করছিল। প্রাথমিকভাবে এটি জানা গেছে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাইবান্ধা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৭

গাইবান্ধায় নাশকতা মামলার আসামিসহ সাতজন জামায়াত কর্মীকে আটক করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় তাদের আটক করা হয় বলে জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।
বুধবার রাতে গাইবান্ধা সদর থানায় সাংবাদিকদের ডেকে বিষয়টি জানানো হয়। এর আগে ওইদিন দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাদা চর থেকে ২০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটকদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে।
পুলিশ সুপার বলেন, ‘তথ্য ছিল একটি টিমে ২৭ থেকে ২৮ জন ছিল। ঘটনাস্থলে গিয়ে আমরা সাতজনকে আটক করতে সক্ষম হই। তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। তাদের মধ্যে দুইজন ২০১৫ সালে সদর উপজেলার তুলসীঘাটে চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক রেজা প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্মা বলেন, ‘এটা বিদেশ থেকে আনা টাকা কিনা তা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে মামলা দায়ের করা হবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনে যদি ফলাফল তাদের পক্ষে না যায় তবে নির্বাচন বানচাল করার লক্ষ্য নিয়ে তারা এই টাকা বিলি করছিল। প্রাথমিকভাবে এটি জানা গেছে।’