বরুড়ায় ইউপি চেয়ারম্যান আটকের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের চেয়ারম্যানকে আটকের অভিযোগ পাওয়া গেছে। আটককৃত ইউপি চেয়ারম্যান ফজলুল হক আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের ফুফাতো ভাই।
শুক্রবার বিকাল ৪টার দিকে তার নিজ বাসভবন উপজেলার পেরপেটি গ্রাম থেকে আটক করা হয়। তার আটকের বিষয়ে জানতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিকাল ৪টার দিকে বরুড়া থানার এসআই মনির হোসেন ফোর্স নিয়ে ফজলুল হকের বাড়ি এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে, এসআই মনির তা অস্বীকার করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কুমিল্লা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের চেয়ারম্যানকে আটকের অভিযোগ পাওয়া গেছে। আটককৃত ইউপি চেয়ারম্যান ফজলুল হক আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের ফুফাতো ভাই।
শুক্রবার বিকাল ৪টার দিকে তার নিজ বাসভবন উপজেলার পেরপেটি গ্রাম থেকে আটক করা হয়। তার আটকের বিষয়ে জানতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিকাল ৪টার দিকে বরুড়া থানার এসআই মনির হোসেন ফোর্স নিয়ে ফজলুল হকের বাড়ি এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে, এসআই মনির তা অস্বীকার করেছেন।
শেয়ার করুন