ঠাকুরগাঁও সীমান্তে মিলল যুবকের লাশ
ঠাকুরগাঁও প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:৩৯
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে মিজারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের নাগর নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজারুল ইসলাম হরিপুর উপজেলার মেদনীসাগর কিসমত গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ডাবরী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের নাগর নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর হরিপুর থানায় পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত ও তদন্তের পর পুলিশ জানাতে পারবে।
হরিপুর থানার সাব-ইন্সপেক্টর তাজিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। যেখানে মিজারুলের লাশ পড়ে আছে সেই জমি তাদের নিজস্ব। লাশ উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:৩৯

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে মিজারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের নাগর নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজারুল ইসলাম হরিপুর উপজেলার মেদনীসাগর কিসমত গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ডাবরী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের নাগর নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর হরিপুর থানায় পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত ও তদন্তের পর পুলিশ জানাতে পারবে।
হরিপুর থানার সাব-ইন্সপেক্টর তাজিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। যেখানে মিজারুলের লাশ পড়ে আছে সেই জমি তাদের নিজস্ব। লাশ উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।
শেয়ার করুন