ব্যালট ছিনতাইয়ের মামলায় আসামি বিএনপির ২২ জন
ভৈরব প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ১৯:৪০
কিশোরগঞ্জের ভৈরবে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ২২ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয়ের রয়েছেন ১০ জন।
নির্বাচনের তিন দিন পর মঙ্গলবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের জজ মিয়া নামক এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বাদী তার অভিযোগে জানায়, গত শনিবার রাতে প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার ও সিল নিয়ে তার ভাতিজা উজ্জ্বলের বাংলাঘরে আসলে বিএনপির নেতাকর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় বাদী পক্ষ লোকজন নিয়ে বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। পরে পুলিশ ধাওয়া করলে বিএনপির কর্মীরা পালিয়ে যায়। এ সময় বিএনপির কর্মীদের লাঠির আঘাতে কয়েকজন আহত হয়।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভৈরব প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ১৯:৪০

কিশোরগঞ্জের ভৈরবে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ২২ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয়ের রয়েছেন ১০ জন।
নির্বাচনের তিন দিন পর মঙ্গলবার রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের জজ মিয়া নামক এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বাদী তার অভিযোগে জানায়, গত শনিবার রাতে প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার ও সিল নিয়ে তার ভাতিজা উজ্জ্বলের বাংলাঘরে আসলে বিএনপির নেতাকর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় বাদী পক্ষ লোকজন নিয়ে বাধা দিলে তাদেরকে মারধর করা হয়। পরে পুলিশ ধাওয়া করলে বিএনপির কর্মীরা পালিয়ে যায়। এ সময় বিএনপির কর্মীদের লাঠির আঘাতে কয়েকজন আহত হয়।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।