ফার্মেসি মালিককে জরিমানা, প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ মাদারীপুরে
মাদারীপুর প্রতিনিধি | ২৫ জুন, ২০১৯ ০০:৩০
মাদারীপুরে ভোক্তা অধিকার আইনে অভিযোগের ভিত্তিতে শহরের একটি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করার প্রতিবাদে জেলার সকল ওষুধের দোকানপাট বন্ধ রেখেছেন ফার্মেসি মালিকেরা।
বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আহ্বানে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে জেলার অসুস্থ রোগীরা।
জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের ওষুধের দোকানপাটও বন্ধ রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইনে অভিযোগের ভিত্তি মাদারীপুর সদর থানার পাশে আকন্দ ফার্মেসিতে সোমবার বিকেলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত।
সেখানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করার পর আর্থিক জরিমানা করা হয়। এরই প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ফার্মেসি মালিকেরা।
ফার্মাসিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার দাস বলেন, প্রশাসন অন্যায়ভাবে ফার্মেসি মালিকদের জরিমানা করেছেন। তারা আমাদের নেতৃবৃন্দকে কোন গুরুত্ব দেন না। তাই এই ধরনের অভিযান বন্ধ করার ঘোষণা না দেওয়া হলে ওষুধের দোকানে ধর্মঘট অব্যাহত থাকবে।
শেয়ার করুন
মাদারীপুর প্রতিনিধি | ২৫ জুন, ২০১৯ ০০:৩০

মাদারীপুরে ভোক্তা অধিকার আইনে অভিযোগের ভিত্তিতে শহরের একটি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করার প্রতিবাদে জেলার সকল ওষুধের দোকানপাট বন্ধ রেখেছেন ফার্মেসি মালিকেরা।
বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আহ্বানে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে জেলার অসুস্থ রোগীরা।
জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ের ওষুধের দোকানপাটও বন্ধ রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইনে অভিযোগের ভিত্তি মাদারীপুর সদর থানার পাশে আকন্দ ফার্মেসিতে সোমবার বিকেলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত।
সেখানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করার পর আর্থিক জরিমানা করা হয়। এরই প্রতিবাদে ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন ফার্মেসি মালিকেরা।
ফার্মাসিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার দাস বলেন, প্রশাসন অন্যায়ভাবে ফার্মেসি মালিকদের জরিমানা করেছেন। তারা আমাদের নেতৃবৃন্দকে কোন গুরুত্ব দেন না। তাই এই ধরনের অভিযান বন্ধ করার ঘোষণা না দেওয়া হলে ওষুধের দোকানে ধর্মঘট অব্যাহত থাকবে।