খানসামায় গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি | ১৩ আগস্ট, ২০১৯ ২২:১২
দিনাজপুরের খানসামা উপজেলার শুশলি গ্রামে গোলাপ ইসলাম (২৭) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে খানসামা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত গোলাপ ইসলাম উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশলি গ্রামের মৃত মো. আতিক ইসলামের ছেলে।
খানসামা থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঈদের দিন রাতে গোলাপ ইসলাম খাবার খেয়ে তার নিজ ঘরে শুয়ে ছিল। স্থানীয় লোকজন রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গোলাপের বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে তার মাথাবিহীন দেহ মাটি খুরে উদ্ধার করে। এরপর প্রায় ৮০০ মিটার দূরে গোলাপের শরীর বিহীন মাথা মাটির নিচ থেকে উদ্ধার করে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, "আমরা দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত দেখে নিশ্চিত হতে পারি যে, গোলাপ ইসলামকে তার শোয়ার কক্ষে জবাই করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার ভাই এবং সৎ মা ও সৎ ভাইকে থানায় নিয়ে নিয়ে আসি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
দিনাজপুর প্রতিনিধি | ১৩ আগস্ট, ২০১৯ ২২:১২

দিনাজপুরের খানসামা উপজেলার শুশলি গ্রামে গোলাপ ইসলাম (২৭) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে খানসামা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত গোলাপ ইসলাম উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশলি গ্রামের মৃত মো. আতিক ইসলামের ছেলে।
খানসামা থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঈদের দিন রাতে গোলাপ ইসলাম খাবার খেয়ে তার নিজ ঘরে শুয়ে ছিল। স্থানীয় লোকজন রক্ত দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গোলাপের বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে তার মাথাবিহীন দেহ মাটি খুরে উদ্ধার করে। এরপর প্রায় ৮০০ মিটার দূরে গোলাপের শরীর বিহীন মাথা মাটির নিচ থেকে উদ্ধার করে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, "আমরা দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত দেখে নিশ্চিত হতে পারি যে, গোলাপ ইসলামকে তার শোয়ার কক্ষে জবাই করে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার ভাই এবং সৎ মা ও সৎ ভাইকে থানায় নিয়ে নিয়ে আসি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।