নারায়ণগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ অক্টোবর, ২০১৯ ২০:২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গোপালদীর উত্তর কলাগাছিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাহেলার স্বামী মোবারক হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় মোবারক জড়িত বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
সাহেলার বোন পারভীন আক্তার দেশ রূপান্তরকে জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। সাহেলাকে তার স্বামী মারধরও করত। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার রাতে নিজ ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান, গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সবকিছু জানা যাবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ অক্টোবর, ২০১৯ ২০:২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গোপালদীর উত্তর কলাগাছিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাহেলার স্বামী মোবারক হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় মোবারক জড়িত বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
সাহেলার বোন পারভীন আক্তার দেশ রূপান্তরকে জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। সাহেলাকে তার স্বামী মারধরও করত। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার রাতে নিজ ঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ জানান, গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সবকিছু জানা যাবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
শেয়ার করুন