সাভারে যুবক ও নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৯ ১৯:৪০
সাভারে পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে রিকশাচালক ওই যুবক এবং গত মঙ্গলবার রাতে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় জানা গেলেও ওই নারীর জানা যায়নি। যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের রুস্তম আলীর ছেলে ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হেমায়েতপুরে কফিলউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন তিনি।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি খোলা মাঠে মোস্তাফিজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হন ৫০ বছর বয়সী ওই নারী। ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার হাতে একটি লাঠি ও বাটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি একজন ভিক্ষুক ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস দেশ রূপান্তরকে জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ১৬ অক্টোবর, ২০১৯ ১৯:৪০

সাভারে পৃথক স্থান থেকে এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে রিকশাচালক ওই যুবক এবং গত মঙ্গলবার রাতে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় জানা গেলেও ওই নারীর জানা যায়নি। যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুরের রুস্তম আলীর ছেলে ও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হেমায়েতপুরে কফিলউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন তিনি।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি খোলা মাঠে মোস্তাফিজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় নিহত হন ৫০ বছর বয়সী ওই নারী। ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার হাতে একটি লাঠি ও বাটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি একজন ভিক্ষুক ছিলেন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস দেশ রূপান্তরকে জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।