নিখোঁজের ৬ দিন পর তরুণীর গলিত মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি | ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১৩
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৬ দিন পর রিতু খাতুন (১৮) নামে এক তরুণীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ উপজেলার ডাকাতীয়ার লিচু বাগানের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত রিতু খাতুন ওই উপজেলার ডাকাতীয়া গ্রামের আব্দুর সবুরের মেয়ে এবং একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর তরফদারের স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, গত ৩১ অক্টোবর সকাল ৯টার সময় শ্বশুর বাড়ি যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন রিতু খাতুন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সকালে ডাকাতীয়া গ্রামের মাঠে লিচু বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে পারেননি ওসি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝিনাইদহ প্রতিনিধি | ৬ নভেম্বর, ২০১৯ ১৩:১৩

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৬ দিন পর রিতু খাতুন (১৮) নামে এক তরুণীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ উপজেলার ডাকাতীয়ার লিচু বাগানের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত রিতু খাতুন ওই উপজেলার ডাকাতীয়া গ্রামের আব্দুর সবুরের মেয়ে এবং একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর তরফদারের স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, গত ৩১ অক্টোবর সকাল ৯টার সময় শ্বশুর বাড়ি যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন রিতু খাতুন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সকালে ডাকাতীয়া গ্রামের মাঠে লিচু বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে পারেননি ওসি।
শেয়ার করুন