আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০১৯ ১৫:২১
আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
শনিবার সকালে উপজেলার আজমপুর স্টেশনের আউটার হোম সিগন্যাল এলাকা থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ওই নারী মাদকাসক্ত। তিনি মদ ও গাঁজা সেবন করতেন। ট্রেনে কাটা পড়ার আগে তিনি ঘটনাস্থলের পাশের এক মাজার থেকে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় ছিলেন।
এ সময় স্টেশনের দক্ষিণ আউটার হোম সিগন্যাল এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন মাজারে ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০১৯ ১৫:২১

আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
শনিবার সকালে উপজেলার আজমপুর স্টেশনের আউটার হোম সিগন্যাল এলাকা থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ওই নারী মাদকাসক্ত। তিনি মদ ও গাঁজা সেবন করতেন। ট্রেনে কাটা পড়ার আগে তিনি ঘটনাস্থলের পাশের এক মাজার থেকে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় ছিলেন।
এ সময় স্টেশনের দক্ষিণ আউটার হোম সিগন্যাল এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন মাজারে ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।