ফেনী জেলা আইনজীবী সমিতি: সভাপতি-সম্পাদকসহ ৭ পদে বিএনপির জয়
ফেনী প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২০ ১৪:৫৭
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭ পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতির দুটি পদসহ ৮ পদে জয়ী হয়েছে।
শনিবার উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বর্তমান সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ স্বপন।
নির্বাচনে বিএনপি জামায়াতপন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে শাহাব উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক পদে পার্থপাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল হক ভুট্টু, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে মো. ইয়াসির আরাফাত ও সদস্য পদে মো. ইকবাল হোসেন এবং মো. শহিদুল ইসলাম-২ নির্বাচিত হন।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক ও মো. গোলাম মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক, অডিটর এসএম আবুল মনসুর (রানা) জয়ী হয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ফেনী প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২০ ১৪:৫৭

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ৭ পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহ-সভাপতির দুটি পদসহ ৮ পদে জয়ী হয়েছে।
শনিবার উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বর্তমান সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ স্বপন।
নির্বাচনে বিএনপি জামায়াতপন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে শাহাব উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক পদে পার্থপাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল হক ভুট্টু, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে মো. ইয়াসির আরাফাত ও সদস্য পদে মো. ইকবাল হোসেন এবং মো. শহিদুল ইসলাম-২ নির্বাচিত হন।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক ও মো. গোলাম মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক, অডিটর এসএম আবুল মনসুর (রানা) জয়ী হয়েছেন।