‘ভালো কাজে বাঁধা আসে, আমার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে’
সাভার প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২০ ২০:৩৯
ছবি: দেশ রূপান্তর
ঢাকার সাভারে সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন আমার নামেও তিনটা মামলা আছে। কোন ভালো কাজ করতে গেলে বাঁধা আসবে, ষড়যন্ত্র আসবে। যারা উন্নয়ন চায় না তারাই মামলা-হামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে।
মঙ্গলবার সাভারের কলমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমানে এই মন্তব্য করেছেন।
ডা. এনামুর রহমান বলেন, আমি যখন সাভারে মডেল মসজিদ নির্মাণকাজ হাতে নিই একটি পক্ষ সেখানকার সাইনবোর্ড তুলে নিয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিচার দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আবারও মডেল মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সাভারে মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু করলে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ জমা পড়ে।
সাভারের এই সংসদ সদস্য আরও বলেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার আগেও বাঁধা দিয়েছে। আমাকে বিভিন্নভাবে এখানে আসতে নিষেধ করা হয়েছে। আমি সেসব বাঁধা অতিক্রম করেও ভালো কাজের সঙ্গে যোগদান করেছি।
ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র শেষ হয়েছে। আজকে আমরা জয়ী হয়েছি। জনগণের উন্নয়ন এবং তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদের গুরুত্ব অপরিসীম। কেউ যেন পরিষদে এসে তাদের অধিকার না হারায়, কষ্ট পেয়ে ফিরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার গ্রাম হবে শহর। সাভার ইউনিয়ন পরিষদ একটি আদর্শ উদাহরণ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ফারুক হাসান তুহিন, আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ফখরুল আলম সমরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২০ ২০:৩৯

ঢাকার সাভারে সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন আমার নামেও তিনটা মামলা আছে। কোন ভালো কাজ করতে গেলে বাঁধা আসবে, ষড়যন্ত্র আসবে। যারা উন্নয়ন চায় না তারাই মামলা-হামলাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে।
মঙ্গলবার সাভারের কলমা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমানে এই মন্তব্য করেছেন।
ডা. এনামুর রহমান বলেন, আমি যখন সাভারে মডেল মসজিদ নির্মাণকাজ হাতে নিই একটি পক্ষ সেখানকার সাইনবোর্ড তুলে নিয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিচার দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বুঝিয়ে আবারও মডেল মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সাভারে মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু করলে আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ জমা পড়ে।
সাভারের এই সংসদ সদস্য আরও বলেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার আগেও বাঁধা দিয়েছে। আমাকে বিভিন্নভাবে এখানে আসতে নিষেধ করা হয়েছে। আমি সেসব বাঁধা অতিক্রম করেও ভালো কাজের সঙ্গে যোগদান করেছি।
ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র শেষ হয়েছে। আজকে আমরা জয়ী হয়েছি। জনগণের উন্নয়ন এবং তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদের গুরুত্ব অপরিসীম। কেউ যেন পরিষদে এসে তাদের অধিকার না হারায়, কষ্ট পেয়ে ফিরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার গ্রাম হবে শহর। সাভার ইউনিয়ন পরিষদ একটি আদর্শ উদাহরণ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ফারুক হাসান তুহিন, আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, ফখরুল আলম সমরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।