পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা
বান্দরবান প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০২০ ১২:৩৩
বান্দরবানের লামা উপজেলায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।
সোমবার ভোরে লামার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিনা আক্তার (২৭)। তিনি তেলুনিয়াপাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে। নিজের স্ত্রী ছাড়াও একই পাড়ার বাসিন্দা মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে আহত করেন জাকির হোসেন।
আজিজনগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, জাকির হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। তার স্ত্রী শাহিনা আক্তারের সঙ্গে পরকীয়া আছে সন্দেহে তিনি সোমবার ভোরে শাহিনাকে কুপিয়ে হত্যা করেন।
এরপর একই গ্রামের একটি মুরগির খামারে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমান ও সোহাগ নামের দুই যুবককেও কুপিয়ে জখম করেন।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, নিহত শাহিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বান্দরবান প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০২০ ১২:৩৩

বান্দরবানের লামা উপজেলায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।
সোমবার ভোরে লামার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিনা আক্তার (২৭)। তিনি তেলুনিয়াপাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে। নিজের স্ত্রী ছাড়াও একই পাড়ার বাসিন্দা মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে আহত করেন জাকির হোসেন।
আজিজনগরের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, জাকির হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। তার স্ত্রী শাহিনা আক্তারের সঙ্গে পরকীয়া আছে সন্দেহে তিনি সোমবার ভোরে শাহিনাকে কুপিয়ে হত্যা করেন।
এরপর একই গ্রামের একটি মুরগির খামারে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমান ও সোহাগ নামের দুই যুবককেও কুপিয়ে জখম করেন।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, নিহত শাহিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।