গাজীপুরে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১২
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবি (৯ মাস)। তারা কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী-সন্তান।
সালনা হাইওয়ে থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:১২

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবি (৯ মাস)। তারা কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী-সন্তান।
সালনা হাইওয়ে থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
শেয়ার করুন