জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার
মাদারীপুর সংবাদদাতা | ২৩ মে, ২০২০ ২১:৫৭
মাদারীপুরের রাজৈর উপজেলায় জাবের হাওলাদার (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকেলে র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। সে বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মাদারীপুর সংবাদদাতা | ২৩ মে, ২০২০ ২১:৫৭

মাদারীপুরের রাজৈর উপজেলায় জাবের হাওলাদার (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকেলে র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। সে বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
শেয়ার করুন