কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি | ২৩ নভেম্বর, ২০২০ ১৯:২৯
কুষ্টিয়ার মিরপুরে ৮ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ অভিযোগে বাড়ির ভাড়াটিয়ার ছেলে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শিশুকন্যার মা বাদী হয়ে মিরপুর থানায় শিশু ধর্ষণ অভিযোগে মামলা করেন। বাদীর দেওয়া এজাহারভুক্ত একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরের বাবা কর্মসূত্রে মিরপুর উপজেলার ঘটনাস্থল ওই শিশুকন্যার মায়ের বাড়িতে স্ব-পরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতো। গত শনিবার সন্ধ্যায় শিশুকন্যাকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আহত শিশু কন্যা সেখান থেকে বেরিয়ে এসে তার মাকে সব খুলে বলে।
শিশু কন্যার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার এতটুকু অবুঝ শিশুকে এভাবে আহত করলো। ওই ছেলেটিও শিশু। বিষয়টি মেয়ের মুখে শোনার পর পরিবারের অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে রোববার নিজেরাই উদ্যোগ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যায়। সেখানে ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে মিরপুর থানায় মামলা করেছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা শিশু ধর্ষণ মামলার আসামি কিশোর দীপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভুগি ওই শিশুর মায়ের দেওয়া এজাহারভুক্ত আসামি ফারহান রহমান দীপকে ঘটনাস্থলের ওই বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনার প্রাসঙ্গিক আলামত জব্দসহ মামলাটি তদন্ত শুরু করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কুষ্টিয়া প্রতিনিধি | ২৩ নভেম্বর, ২০২০ ১৯:২৯

কুষ্টিয়ার মিরপুরে ৮ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ অভিযোগে বাড়ির ভাড়াটিয়ার ছেলে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শিশুকন্যার মা বাদী হয়ে মিরপুর থানায় শিশু ধর্ষণ অভিযোগে মামলা করেন। বাদীর দেওয়া এজাহারভুক্ত একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরের বাবা কর্মসূত্রে মিরপুর উপজেলার ঘটনাস্থল ওই শিশুকন্যার মায়ের বাড়িতে স্ব-পরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতো। গত শনিবার সন্ধ্যায় শিশুকন্যাকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আহত শিশু কন্যা সেখান থেকে বেরিয়ে এসে তার মাকে সব খুলে বলে।
শিশু কন্যার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার এতটুকু অবুঝ শিশুকে এভাবে আহত করলো। ওই ছেলেটিও শিশু। বিষয়টি মেয়ের মুখে শোনার পর পরিবারের অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে রোববার নিজেরাই উদ্যোগ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যায়। সেখানে ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে মিরপুর থানায় মামলা করেছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা শিশু ধর্ষণ মামলার আসামি কিশোর দীপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভুগি ওই শিশুর মায়ের দেওয়া এজাহারভুক্ত আসামি ফারহান রহমান দীপকে ঘটনাস্থলের ওই বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনার প্রাসঙ্গিক আলামত জব্দসহ মামলাটি তদন্ত শুরু করেছেন।