মোহনগঞ্জে প্রতিপক্ষের হামলায় রিকশা চালকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২০:২৩
বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিকশাচালক নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সিয়াধার গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
এর আগে গত রবিবার উপজেলার খুরশিমূল বাজারে বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহীন মিয়া (১৬) হেলিম মিয়া (২৮) মনিরুল (৩৫) ও ওয়াকিব (১৬)। তারা সকলে একই গ্রামের বাসিন্দা।
এদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
গত রবিবার বিকেলে দোকানের সামনে বাইসাইকেল রাখা নিয়ে শিয়াধার গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ওয়াকিব ও রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবির মধ্যে তর্কবিতর্ক হয়। পরে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে ওয়াকিবসহ তার পক্ষের শাহীন মিয়া, হেলিম মিয়া আহত হয়।
পরদিন সোমবার সকালে সিয়াধার গ্রামের কামরুল ইসলাম রিকশা নিয়ে বের হন। তার ওপর অতর্কিত হামলা চালায় অপরপক্ষ রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবির নেতৃত্বে ওই গ্রামের একদল লোক। এতে কামরুল ও মনিরুল আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় কামরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় সোমবার রাতে শিয়াধার গ্রামের রুকন উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
এরই মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নেত্রকোনা প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২০:২৩

বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিকশাচালক নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সিয়াধার গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
এর আগে গত রবিবার উপজেলার খুরশিমূল বাজারে বাইসাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহীন মিয়া (১৬) হেলিম মিয়া (২৮) মনিরুল (৩৫) ও ওয়াকিব (১৬)। তারা সকলে একই গ্রামের বাসিন্দা।
এদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
গত রবিবার বিকেলে দোকানের সামনে বাইসাইকেল রাখা নিয়ে শিয়াধার গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ওয়াকিব ও রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবির মধ্যে তর্কবিতর্ক হয়। পরে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে ওয়াকিবসহ তার পক্ষের শাহীন মিয়া, হেলিম মিয়া আহত হয়।
পরদিন সোমবার সকালে সিয়াধার গ্রামের কামরুল ইসলাম রিকশা নিয়ে বের হন। তার ওপর অতর্কিত হামলা চালায় অপরপক্ষ রামপাশা গ্রামের শফিকুল ইসলাম ছবির নেতৃত্বে ওই গ্রামের একদল লোক। এতে কামরুল ও মনিরুল আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় কামরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় সোমবার রাতে শিয়াধার গ্রামের রুকন উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
এরই মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।