তাজরীনের সামনে নিহতদের স্মরণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২০:৩৯
আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে কারখানার গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতের স্বজনরা ও শ্রমিক নেতারা।
মঙ্গলবার সকাল ৮টা থেকেই কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহতের স্বজনরা বলেন, আজ আট বছর অতিবাহিত হলে আমাদের শ্রমিকরা তেমন কোনো ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অবিলম্বে হত্যাকারীদের মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় নিহত হন ১১৩ শ্রমিক। এ ছাড়া আহত হন দুই শতাধিকেরও বেশি শ্রমিক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২০:৩৯

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে কারখানার গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতের স্বজনরা ও শ্রমিক নেতারা।
মঙ্গলবার সকাল ৮টা থেকেই কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে নিহতের স্বজনরা বলেন, আজ আট বছর অতিবাহিত হলে আমাদের শ্রমিকরা তেমন কোনো ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অবিলম্বে হত্যাকারীদের মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় নিহত হন ১১৩ শ্রমিক। এ ছাড়া আহত হন দুই শতাধিকেরও বেশি শ্রমিক।
শেয়ার করুন