উলিপুরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুড়িগ্রাম | ২৪ নভেম্বর, ২০২০ ২০:৫৭
কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া নামক এলাকায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক বাসটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্ল্যাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুড়িগ্রাম | ২৪ নভেম্বর, ২০২০ ২০:৫৭

কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় রিনতি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া নামক এলাকায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক বাসটিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের রনজু মিয়ার শিশু কন্যা রিনতি আক্তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্ল্যাসিক (নোয়াখালী-জ ১১০০৪২) নামের একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন