ডাকাতি রোধে পুলিশ-জনতার যৌথ পাহারা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২১:৫৯
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকালীন চুরি-ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় পুলিশের বিশেষ টহল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোটা জেলাকে ডাকাতমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদের উদ্যোগে সোমবার রাত ১২টায় উপজেলার সকল বিট-পুলিশিং এলাকায় একযোগে রাত্রিকালীন পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম করা হয়।
এ উপলক্ষে ৫ ও ১০ নম্বর বিটের আয়োজনে ভানুগাছ বাজার চৌমুহনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, এসআই অনিক বড়ুয়া, এএসআই সুশেন দাশ, পৌর বণিক সমিতির সহসভাপতি মামুনুর রশিদ, সম্পাদক সানোয়ার হোসেন, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো প্রমুখ।
একইসময় সকল বিটের আওতায় গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পুলিশ জনতার যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, শীতকালে চুরি-ডাকাতি বাড়তে পারে বিধায় জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২০ ২১:৫৯

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকালীন চুরি-ডাকাতি প্রতিরোধে পুরো উপজেলায় পুলিশের বিশেষ টহল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোটা জেলাকে ডাকাতমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদের উদ্যোগে সোমবার রাত ১২টায় উপজেলার সকল বিট-পুলিশিং এলাকায় একযোগে রাত্রিকালীন পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম করা হয়।
এ উপলক্ষে ৫ ও ১০ নম্বর বিটের আয়োজনে ভানুগাছ বাজার চৌমুহনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, এসআই অনিক বড়ুয়া, এএসআই সুশেন দাশ, পৌর বণিক সমিতির সহসভাপতি মামুনুর রশিদ, সম্পাদক সানোয়ার হোসেন, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টো প্রমুখ।
একইসময় সকল বিটের আওতায় গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পুলিশ জনতার যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, শীতকালে চুরি-ডাকাতি বাড়তে পারে বিধায় জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার মহল্লায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম অব্যাহত থাকবে।