পদ্মায় ধরা পড়লো ১৫ কেজির কাতল
গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৪৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
উপজেলায় নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় বুধবার ভোররাতে জেলে আনিছ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
তিনি বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে।
মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা খবর পেয়ে সেখানে ছুটে আসেন। পরে মাছটি নিলামে উঠলে সর্বোচ্চ ১ হাজার ৩৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন তিনি।
চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া দুলালের আড়ত থেকে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে।
‘মাছটি ২২ থেকে ২৩ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি। ইতিমধ্যে কয়েক জায়গা থেকে ফোন এসেছে’ যোগ করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৪৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
উপজেলায় নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় বুধবার ভোররাতে জেলে আনিছ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
তিনি বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে।
মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা খবর পেয়ে সেখানে ছুটে আসেন। পরে মাছটি নিলামে উঠলে সর্বোচ্চ ১ হাজার ৩৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন তিনি।
চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া দুলালের আড়ত থেকে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেছি। ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে।
‘মাছটি ২২ থেকে ২৩ হাজার টাকায় বিক্রি করব বলে আশা করছি। ইতিমধ্যে কয়েক জায়গা থেকে ফোন এসেছে’ যোগ করেন তিনি।
শেয়ার করুন