করোনা সচেতনতায় নেত্রকোনা পুলিশের পথসভা ও মাস্ক বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৪:০৪
‘নো মাস্ক, নো সার্ভিস’- এ স্লোগানে মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশ পথসভা ও মাস্ক বিতরণ করেছে।
বুধবার সকাল ১১টার দিকে নেত্রকোনা ট্রাফিক পুলিশের আয়োজনে ও গ্রামীণ ফোনের সহযোগিতায় পৌর শহরে জয়েরবাজার মোড়ে এই পথসভা ও বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় গ্রামীণ ফোনের পক্ষ থেকে যানজট নিরসনে ২২টি প্লাস্টিকের ডিভাইডার ট্রাফিক পুলিশকে প্রদান করা হয়।
পরে জয়ের বাজার মোড়ে পথচারী, যান চালক ও যাত্রী এবং বাজারের ভেতরে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়িয়ে দিয়ে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
সচেতনতামূলক এ পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ হেলাল উদ্দিন ও গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার জাকারিয়া তানভির।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু ছালেহ্ মোহাম্মদ জহির, জহিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নেত্রকোনা প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৪:০৪

‘নো মাস্ক, নো সার্ভিস’- এ স্লোগানে মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশ পথসভা ও মাস্ক বিতরণ করেছে।
বুধবার সকাল ১১টার দিকে নেত্রকোনা ট্রাফিক পুলিশের আয়োজনে ও গ্রামীণ ফোনের সহযোগিতায় পৌর শহরে জয়েরবাজার মোড়ে এই পথসভা ও বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় গ্রামীণ ফোনের পক্ষ থেকে যানজট নিরসনে ২২টি প্লাস্টিকের ডিভাইডার ট্রাফিক পুলিশকে প্রদান করা হয়।
পরে জয়ের বাজার মোড়ে পথচারী, যান চালক ও যাত্রী এবং বাজারের ভেতরে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়িয়ে দিয়ে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
সচেতনতামূলক এ পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র-২ শেখ হেলাল উদ্দিন ও গ্রামীণ ফোনের এরিয়া ম্যানেজার জাকারিয়া তানভির।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু ছালেহ্ মোহাম্মদ জহির, জহিরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।