একতলা ভবনের ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৯:৫৭
ঝালকাঠিতে একতলা একটি ভবনের ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনাজ সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমদের মেয়ে ও নেছারাবাদ মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন আবদুল.আহাদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেলা এগারোটার দিকে চট্টগ্রাম কাস্টমসে কর্মরত জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ছাদের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে ওই ভবনের নিচের কর্মরত শ্রমিকেরা ও পথচারীরা ছাদে গিয়ে এক নারীকে ছাদের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে লাশ পাশের ছয়তলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, মধ্যবয়সী এ নারীর লাশ উদ্ধারের সময় আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। পরে আমরা পাশের কয়েকটি ভবনের ছাদে অভিযান চালাই। এ সময় পশ্চিম পাশের ছাদে পরিত্যক্ত অবস্থায় একটি ভেনিটি ব্যাগ পাওয়া যায় । যার মধ্যে একটি বোরকা ও মৃতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পেয়ে আমরা তার পরিচয় নিশ্চিত হই। সুরতহালে লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা দেখা গেলেও তা থেকে কোন রক্তপাত হয়নি।
ময়না তদন্তর জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান থানার ওসি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝালকাঠি প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ১৯:৫৭

ঝালকাঠিতে একতলা একটি ভবনের ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনাজ সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমদের মেয়ে ও নেছারাবাদ মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন আবদুল.আহাদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বেলা এগারোটার দিকে চট্টগ্রাম কাস্টমসে কর্মরত জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ছাদের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে ওই ভবনের নিচের কর্মরত শ্রমিকেরা ও পথচারীরা ছাদে গিয়ে এক নারীকে ছাদের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে লাশ পাশের ছয়তলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, মধ্যবয়সী এ নারীর লাশ উদ্ধারের সময় আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। পরে আমরা পাশের কয়েকটি ভবনের ছাদে অভিযান চালাই। এ সময় পশ্চিম পাশের ছাদে পরিত্যক্ত অবস্থায় একটি ভেনিটি ব্যাগ পাওয়া যায় । যার মধ্যে একটি বোরকা ও মৃতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পেয়ে আমরা তার পরিচয় নিশ্চিত হই। সুরতহালে লাশের উভয় পায়ের গোড়ালি ফাটা দেখা গেলেও তা থেকে কোন রক্তপাত হয়নি।
ময়না তদন্তর জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান থানার ওসি।