করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক ফি বন্ধের দাবি
বরিশাল প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:২৩
করোনাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বেতনসহ নানা ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক ফি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার ব্যানারে ওই সমাবেশ হয়।
জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার ও সাজ্জাদ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মথুরানাথ পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর গার্লস হাই স্কুল, সৈয়দা মজিদুন্নেছা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে জোরপূর্বক আদায় করা হচ্ছে। টাকা না দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন শিক্ষকরা।
বক্তারা করোনাকালে বরিশালসহ সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ‘অ্যাসাইনমেন্ট ফি’, স্কুল-কলেজের টিউশন ফি, পরীক্ষার ফিসহ সব ফি আদায় বন্ধের দাবি জানান। করোনাকালে বিশেষ বরাদ্দ দিয়ে শিক্ষা সংকট মোকাবিলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন ছাত্রফ্রন্ট নেতারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বরিশাল প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:২৩

করোনাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বেতনসহ নানা ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক ফি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার ব্যানারে ওই সমাবেশ হয়।
জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার ও সাজ্জাদ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মথুরানাথ পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর গার্লস হাই স্কুল, সৈয়দা মজিদুন্নেছা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে জোরপূর্বক আদায় করা হচ্ছে। টাকা না দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন শিক্ষকরা।
বক্তারা করোনাকালে বরিশালসহ সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ‘অ্যাসাইনমেন্ট ফি’, স্কুল-কলেজের টিউশন ফি, পরীক্ষার ফিসহ সব ফি আদায় বন্ধের দাবি জানান। করোনাকালে বিশেষ বরাদ্দ দিয়ে শিক্ষা সংকট মোকাবিলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন ছাত্রফ্রন্ট নেতারা।