নরসিংদীতে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:৫৫
নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপম কুমার সরকার।
গ্রেপ্তারকৃতরা হলো-নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মৃত আসকর আলীর ছেলে মো. মকবুল হোসেন (৪৫), নরসিংদীর শিবপুর থানার সাধারচর এলাকার মৃত নিজাম উদ্দিন এর ছেলে কামাল হোসেন (৩৭), রায়পুরা থানাধীন উত্তর মির্জানগর এলাকার আবদুর রহমান এর ছেলে আবু জহর ওরফে কাওসার (২২), বেলাব থানাধীন পাহাড় উজিলাব এলাকার মৃত বজলুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের রইছ উদ্দিন এর ছেলে সাগর (২৩)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপম কমার সরকার জানায়, বুধবার সকালে গোপন তথ্যেও ভিত্তিতে ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী মডেল থানাধীন শালিধা নতুন বাসস্ট্যান্ড হতে আসকর আলীকে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ ছাড়া শিবপুর মডেল থানাধীন দক্ষিণ সাধারচর হতে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।
এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে আরও তিনজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আর গ্রেপ্তারকৃত মকবুলের বিরুদ্ধে এর আগে ৮টি মাদক মামলা, কামরুলের বিরুদ্ধে ৪টি মাদক মামলা ও সাগরের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নরসিংদী প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২১:৫৫

নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপম কুমার সরকার।
গ্রেপ্তারকৃতরা হলো-নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মৃত আসকর আলীর ছেলে মো. মকবুল হোসেন (৪৫), নরসিংদীর শিবপুর থানার সাধারচর এলাকার মৃত নিজাম উদ্দিন এর ছেলে কামাল হোসেন (৩৭), রায়পুরা থানাধীন উত্তর মির্জানগর এলাকার আবদুর রহমান এর ছেলে আবু জহর ওরফে কাওসার (২২), বেলাব থানাধীন পাহাড় উজিলাব এলাকার মৃত বজলুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও একই গ্রামের রইছ উদ্দিন এর ছেলে সাগর (২৩)।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপম কমার সরকার জানায়, বুধবার সকালে গোপন তথ্যেও ভিত্তিতে ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ নরসিংদী মডেল থানাধীন শালিধা নতুন বাসস্ট্যান্ড হতে আসকর আলীকে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ ছাড়া শিবপুর মডেল থানাধীন দক্ষিণ সাধারচর হতে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।
এসআই তাপস কান্তি রায় রায়পুরা থানাধীন হাসনাবাদ হতে আরও তিনজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আর গ্রেপ্তারকৃত মকবুলের বিরুদ্ধে এর আগে ৮টি মাদক মামলা, কামরুলের বিরুদ্ধে ৪টি মাদক মামলা ও সাগরের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।