সাবেক এমপি আউয়াল এবং তার স্ত্রীর তিন মাসের জামিন
পিরোজপুর প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২২:০৯
অবৈধভাবে সরকারি খাসজমি দখলের অভিযোগে দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে তিন মাসের জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতের বিচারক নাহিদ নাসরিন এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী শহিদুল হক পান্না।
একেএমএ আউয়াল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লায়লা পারভীন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ২০০৮ ও ’১৪ সালে পরপর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য আউয়াল।
গত ৩০ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের বরিশালের উপপরিচালক মো. আলী আকবর তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এসব মামলায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছয়জন ভুয়া ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে সরকারি খাস জায়গা ইজারা নেওয়া এবং সেখানে তার স্ত্রীর নামে তিনতলা ভবন নির্মাণ করার অভিযোগে রয়েছে।
এছাড়া স্বরূপকাঠি উপজেলার ডাকবাংলোর কাছে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে আধুনিক ডাকবাংলো নির্মাণ করে ভাড়া দেওয়া এবং পিরোজপুরে ৪৪ শতাংশ সরকারি খাসজমির চারদিকে দেয়াল নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল হক পান্না জানান, পিরোজপুর স্পেশাল আদালতে দুদকের করা এ তিন মামলায় আসামিরা জামিনে ছিলেন।
সিনিয়র স্পেশাল জজ আদালতে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক তাদের তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে দুদকের আইনজীবী মুনসুর উদ্দিন হাওলাদার এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মামলাগুলো করার পর গত ৭ জানুয়ারি আসামিরা আবেদন করলে আট সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।
এ আট সপ্তাহ শেষে ৩ মার্চ পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। তবে বিচারক মো. আবদুল মান্নান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এ আদেশের পর বিক্ষোভে ফেটে পড়েন আউয়ালের সমর্থকরা। জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণাও দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর পিরোজপুর বিশেষ জজ আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান তাদের এক মাসের জামিন আদেশ দেন। এদিকে জামিন মঞ্জুর না করা সেই বিচারক মো. আবদুল মান্নানকে বদলি করা হয়। নতুন বিচারক নাহিদ নাসরিনের আদালতে ফের আবেদন করলে জামিন পান তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পিরোজপুর প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২২:০৯

অবৈধভাবে সরকারি খাসজমি দখলের অভিযোগে দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে তিন মাসের জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতের বিচারক নাহিদ নাসরিন এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী শহিদুল হক পান্না।
একেএমএ আউয়াল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লায়লা পারভীন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ২০০৮ ও ’১৪ সালে পরপর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য আউয়াল।
গত ৩০ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের বরিশালের উপপরিচালক মো. আলী আকবর তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এসব মামলায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছয়জন ভুয়া ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে সরকারি খাস জায়গা ইজারা নেওয়া এবং সেখানে তার স্ত্রীর নামে তিনতলা ভবন নির্মাণ করার অভিযোগে রয়েছে।
এছাড়া স্বরূপকাঠি উপজেলার ডাকবাংলোর কাছে সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে আধুনিক ডাকবাংলো নির্মাণ করে ভাড়া দেওয়া এবং পিরোজপুরে ৪৪ শতাংশ সরকারি খাসজমির চারদিকে দেয়াল নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল হক পান্না জানান, পিরোজপুর স্পেশাল আদালতে দুদকের করা এ তিন মামলায় আসামিরা জামিনে ছিলেন।
সিনিয়র স্পেশাল জজ আদালতে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক তাদের তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে দুদকের আইনজীবী মুনসুর উদ্দিন হাওলাদার এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মামলাগুলো করার পর গত ৭ জানুয়ারি আসামিরা আবেদন করলে আট সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট।
এ আট সপ্তাহ শেষে ৩ মার্চ পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। তবে বিচারক মো. আবদুল মান্নান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এ আদেশের পর বিক্ষোভে ফেটে পড়েন আউয়ালের সমর্থকরা। জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণাও দেওয়া হয়।
এমন পরিস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর পিরোজপুর বিশেষ জজ আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান তাদের এক মাসের জামিন আদেশ দেন। এদিকে জামিন মঞ্জুর না করা সেই বিচারক মো. আবদুল মান্নানকে বদলি করা হয়। নতুন বিচারক নাহিদ নাসরিনের আদালতে ফের আবেদন করলে জামিন পান তারা।