জুয়েলকে পুড়িয়ে হত্যা: রিমান্ডে আরও ২, নতুন গ্রেপ্তার ১
লালমনিরহাট সংবাদদাতা | ২৫ নভেম্বর, ২০২০ ২২:২০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আরও দুজনকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জিএম মানিক (৪৫) ও বামনদল গ্রামের পরমদ্দিনের ছেলে আবু কালাম ওরফে গামছা কামাল (২৯)।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী সাংবাদিকদের বলেন, আলোচিত জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও ইউপি ভবনে হামলার মামলায় অজ্ঞাতনামীয় আসামি জিএম মানিক ও আবুল কালাম ওরফে গামছা কালামকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পওয়ায় তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে হত্যা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়। বুধবার বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের দুজনকেই তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে। এ নিয়ে আলোচিত এই মামলায় বিভিন্ন মেয়াদে আদালত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে গত মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে ফরিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকেও আদালতে হাজির করে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এ নিয়ে আলোচিত এ ঘটনায় তিনটি মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
লালমনিরহাট সংবাদদাতা | ২৫ নভেম্বর, ২০২০ ২২:২০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আরও দুজনকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
বুধবার দুপুরে আমলি আদালত ৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন বুড়িমারী ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার আবুল হোসেনের ছেলে জিএম মানিক (৪৫) ও বামনদল গ্রামের পরমদ্দিনের ছেলে আবু কালাম ওরফে গামছা কামাল (২৯)।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী সাংবাদিকদের বলেন, আলোচিত জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও ইউপি ভবনে হামলার মামলায় অজ্ঞাতনামীয় আসামি জিএম মানিক ও আবুল কালাম ওরফে গামছা কালামকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের সম্পৃক্ততা পওয়ায় তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে হত্যা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড আবেদন করা হয়। বুধবার বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের দুজনকেই তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে। এ নিয়ে আলোচিত এই মামলায় বিভিন্ন মেয়াদে আদালত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে গত মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে ফরিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকেও আদালতে হাজির করে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এ নিয়ে আলোচিত এ ঘটনায় তিনটি মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।