সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
সাভার প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২৩:১২
বিভিন্ন পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।
এর আগে মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের ডগরমোড়া এলাকার মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো– বরগুনা সদরের পিটিআই সড়কের নুসরাত জাহান সিনথিয়া (২১), ঝিনাইদহের সদর থানার মাগুড়াপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৪০), জামালপুরের সরিষাবাড়ী থানার ৪নং ওয়ার্ডের ফাহিম রহমান (২২) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দাবাড়ি গ্রামের দুলাল মিয়া (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলা নামে একটি বাড়ির ফ্ল্যাট ভাড়া নিয়ে আল হামী প্রাইভেট কোম্পানির ব্যানারে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত একটি প্রতারকচক্র। দীর্ঘদিন ধরে এ সংক্রান্ত লোভনীয় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিত চক্রটি। এখান থেকে প্রতারিত হয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ফরম ৪টি, এএইচ সিকিউরিটি লিমিটেডের ভর্তি ফরম ৪০টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের চাকরির আবেদন ও ভর্তি ফরম ১০টি, যোগদানপত্র ৭টি, আবেদনপত্র ৩টি, অঙ্গীকারনামা ৭টি, দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪-০১ সেট ১টি, চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ফরম ৪টি, রেজিস্টার খাতা ৭টি, রিসিপশন স্টিকার ১টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের স্টিকার ১টি, মানি রিসিভ বই ২টি, মোবাইল ফোনসেট ৬টি, ১টি লাল রঙের টিয়াগো প্রাইভেট কার, ১টি সিলভার রঙের হিরো হোন্ডা উদ্ধারসহ চার প্রতারককে গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ২৩:১২

বিভিন্ন পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।
এর আগে মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাভারের ডগরমোড়া এলাকার মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো– বরগুনা সদরের পিটিআই সড়কের নুসরাত জাহান সিনথিয়া (২১), ঝিনাইদহের সদর থানার মাগুড়াপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৪০), জামালপুরের সরিষাবাড়ী থানার ৪নং ওয়ার্ডের ফাহিম রহমান (২২) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দাবাড়ি গ্রামের দুলাল মিয়া (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলা নামে একটি বাড়ির ফ্ল্যাট ভাড়া নিয়ে আল হামী প্রাইভেট কোম্পানির ব্যানারে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত একটি প্রতারকচক্র। দীর্ঘদিন ধরে এ সংক্রান্ত লোভনীয় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিত চক্রটি। এখান থেকে প্রতারিত হয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ফরম ৪টি, এএইচ সিকিউরিটি লিমিটেডের ভর্তি ফরম ৪০টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের চাকরির আবেদন ও ভর্তি ফরম ১০টি, যোগদানপত্র ৭টি, আবেদনপত্র ৩টি, অঙ্গীকারনামা ৭টি, দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪-০১ সেট ১টি, চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ফরম ৪টি, রেজিস্টার খাতা ৭টি, রিসিপশন স্টিকার ১টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের স্টিকার ১টি, মানি রিসিভ বই ২টি, মোবাইল ফোনসেট ৬টি, ১টি লাল রঙের টিয়াগো প্রাইভেট কার, ১টি সিলভার রঙের হিরো হোন্ডা উদ্ধারসহ চার প্রতারককে গ্রেপ্তার করা হয়।