সাতক্ষীরায় দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা নবজাতক চুরি
সাতক্ষীরা প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ২২:৩১
সাতক্ষীরার হাওয়ালখালীতে দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়াল খালি গ্রামে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া ওই নবজাতকের নাম সোহান হোসেন। তার বাবার নাম সোহাগ হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। তাঁরা হওয়াল খালি গ্রামের বাসিন্দা।
সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই তিনি (ওসি) প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এখনও (রাত সাড়ে আটটা) ঘটনাস্থলেই আছেন। ঘটনার তদন্তে সদর থানা-পুলিশ সক্রিয় আছে।
নবজাতকের মা ফাতেমা খাতুন জানান, দুপুরে ক্লান্তির ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে যান। ১৫-২০ মিনিট পরে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নবজাতককে খুঁজে পাননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাতক্ষীরা প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ২২:৩১

সাতক্ষীরার হাওয়ালখালীতে দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়াল খালি গ্রামে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া ওই নবজাতকের নাম সোহান হোসেন। তার বাবার নাম সোহাগ হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। তাঁরা হওয়াল খালি গ্রামের বাসিন্দা।
সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই তিনি (ওসি) প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এখনও (রাত সাড়ে আটটা) ঘটনাস্থলেই আছেন। ঘটনার তদন্তে সদর থানা-পুলিশ সক্রিয় আছে।
নবজাতকের মা ফাতেমা খাতুন জানান, দুপুরে ক্লান্তির ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে যান। ১৫-২০ মিনিট পরে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নবজাতককে খুঁজে পাননি।