আ.লীগ নেতাকে কুপিয়ে হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
নড়াইল প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২০ ০১:২০
নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোল্যাকে (৬৮) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন জায়গা জখমসহ দুই হাত-পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে নড়াইল পৌর মেয়রের জানাজায় যাওয়ার পথে কালিয়া-নড়াইল সড়কের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লুৎফর রহমানের ওপর ওই হামলা চালানো হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার বনগ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানের সঙ্গে একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সকাল সাড়ে ৯টার দিকে লুৎফর রহমান নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় অংশ নেওয়ার জন্য নড়াইল যাচ্ছিলেন। পথে নড়াইল-কালিয়া সড়কের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার পথ রোধ করে মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী। তারা ধারালো অস্ত্র দিয়ে লুৎফরের দুই হাত ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। হামলায় তার দুই হাত-পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন লুৎফরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, লুৎফরের ওপর হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই গুরুতর আহত লুৎফরকে দেখতে নড়াইল সদর হাসপাতালে ছুটে যান নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২০ ০১:২০

নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোল্যাকে (৬৮) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন জায়গা জখমসহ দুই হাত-পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে নড়াইল পৌর মেয়রের জানাজায় যাওয়ার পথে কালিয়া-নড়াইল সড়কের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লুৎফর রহমানের ওপর ওই হামলা চালানো হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার বনগ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমানের সঙ্গে একই গ্রামের মুকুল মোল্যা ও টুটুল মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সকাল সাড়ে ৯টার দিকে লুৎফর রহমান নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের জানাজায় অংশ নেওয়ার জন্য নড়াইল যাচ্ছিলেন। পথে নড়াইল-কালিয়া সড়কের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার পথ রোধ করে মুকুল মোল্যা ও টুটুল মোল্যার নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী। তারা ধারালো অস্ত্র দিয়ে লুৎফরের দুই হাত ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। হামলায় তার দুই হাত-পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন লুৎফরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, লুৎফরের ওপর হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই গুরুতর আহত লুৎফরকে দেখতে নড়াইল সদর হাসপাতালে ছুটে যান নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি