মাদারীপুরে ক্রেন ছিঁড়ে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২০ ০৮:৫৪
মাদারীপুরে নির্মাণাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করেছেন অর্ধশত শ্রমিক।
ভবনের কাজের জন্য বহুল উচ্চতাসম্পন্ন একটি ক্রেন ব্যবহার করা হয়। ক্রেনের উপরে উঠে কাজ শুরু করেন ফরহাদ নামের এক শ্রমিক।
এদিকে অন্য শ্রমিকদের মাধ্যমে নিচে পাথর দিয়ে ঢালাই মেশিনে কাজ চলমান ছিল। পরে ছয়তলা থেকে ক্রেন ভেঙে নিচে ঢালাই মেশিনের সঙ্গে মাথায় মারাত্মক আঘাত পান ফরহাদ।
এ সময় নিচে থাকা অপর দুই শ্রমিক শুভ ও নয়নও আহত হন। তাদেরকে প্রথমে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে শুভ ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে ফরিদপুর থেকে ফরহাদকে ঢাকায় নেয়া হলে রাত ৮টার দিকে মাঝপথে মারা যান তিনি।
নিহত ফরহাদের আত্মীয় ফরিদ জানান, ফরিদপুর থেকে ফরহাদকে ঢাকায় নেয়া হলে রাত ৮টার দিকে মাঝপথে মারা গেছেন তিনি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, ছয়তলা থেকে পড়ার কারণে শরীরের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তিন শ্রমিক।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার এহসান রহমান ভূঁইয়া বলেন, এখনো আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য আসেনি। আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মাদারীপুর প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২০ ০৮:৫৪

মাদারীপুরে নির্মাণাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করেছেন অর্ধশত শ্রমিক।
ভবনের কাজের জন্য বহুল উচ্চতাসম্পন্ন একটি ক্রেন ব্যবহার করা হয়। ক্রেনের উপরে উঠে কাজ শুরু করেন ফরহাদ নামের এক শ্রমিক।
এদিকে অন্য শ্রমিকদের মাধ্যমে নিচে পাথর দিয়ে ঢালাই মেশিনে কাজ চলমান ছিল। পরে ছয়তলা থেকে ক্রেন ভেঙে নিচে ঢালাই মেশিনের সঙ্গে মাথায় মারাত্মক আঘাত পান ফরহাদ।
এ সময় নিচে থাকা অপর দুই শ্রমিক শুভ ও নয়নও আহত হন। তাদেরকে প্রথমে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে শুভ ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে ফরিদপুর থেকে ফরহাদকে ঢাকায় নেয়া হলে রাত ৮টার দিকে মাঝপথে মারা যান তিনি।
নিহত ফরহাদের আত্মীয় ফরিদ জানান, ফরিদপুর থেকে ফরহাদকে ঢাকায় নেয়া হলে রাত ৮টার দিকে মাঝপথে মারা গেছেন তিনি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, ছয়তলা থেকে পড়ার কারণে শরীরের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তিন শ্রমিক।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার এহসান রহমান ভূঁইয়া বলেন, এখনো আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য আসেনি। আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।