এসএম হানিফ মনোনয়ন পাওয়ায় কালকিনিতে আনন্দ মিছিল
মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর | ১৪ জানুয়ারি, ২০২১ ২১:৫৫
আসন্ন পৌরসভা নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম হানিফ। এদিকে তাকে মনোনয়ন দেওয়ার খবরে কয়েক হাজার দলীয় ও তার কর্মী সমর্থকেরা মিলে একটি আনন্দ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তারা পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মিষ্টি বিতরণ করে।
বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়। এস এম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের অনুসারী।
নৌকার প্রার্থী এস এম হানিফ বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ধরে কালকিনি থানা আওয়ামী লীগের সদস্য ছিলাম। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তিনি আজ আমাকে যে পুরস্কার দিয়েছেন আমি অবশ্যই জয়ী হয়ে তার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখব।
এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ কে ধন্যবাদ জানান।
তিনি নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি ডিজিটাল কালকিনি পৌরসভা হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষ্যে দলবল নির্বিশেষে তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর | ১৪ জানুয়ারি, ২০২১ ২১:৫৫
DR.jpg)
আসন্ন পৌরসভা নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম হানিফ। এদিকে তাকে মনোনয়ন দেওয়ার খবরে কয়েক হাজার দলীয় ও তার কর্মী সমর্থকেরা মিলে একটি আনন্দ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তারা পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মিষ্টি বিতরণ করে।
বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়। এস এম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের অনুসারী।
নৌকার প্রার্থী এস এম হানিফ বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন ধরে কালকিনি থানা আওয়ামী লীগের সদস্য ছিলাম। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তিনি আজ আমাকে যে পুরস্কার দিয়েছেন আমি অবশ্যই জয়ী হয়ে তার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখব।
এ সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ কে ধন্যবাদ জানান।
তিনি নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি ডিজিটাল কালকিনি পৌরসভা হিসেবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ের লক্ষ্যে দলবল নির্বিশেষে তিনি সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি।