স্ত্রী-সন্তানকে বাড়ি ফেরাতে ব্যর্থ হয়ে শিশু সন্তানকে হত্যা
নেত্রকোনা প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ১৪:২৭
পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে আট বছরের শিশু সন্তান নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টার দিকে নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন (৮) একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. এরশাদ মিয়ার (৩৬) ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত হোসেনের বাবা এরশাদ মিয়ার তার মা আফরোজার সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আফরোজা তার আট বছরের শিশু ছেলে আরাফাতকে নিয়ে তার মামা কান্দুলিয়া গ্রামের লিটনের বাড়িতে থাকেন।
বিয়ের আগেও আফরোজা তার মামার বাড়িতে থেকে বড় হন। বেশ কয়েক মাস আগে এ দম্পতির বিবাহ বিচ্ছেদের পর থেকে এরশাদ মিয়া প্রায় সময় পারিবারিক কলহ মেটানো এবং সন্তানের খোঁজখবর নিতে কান্দুলিয়া গ্রামে যাতায়াত করতেন।
স্ত্রীকে ফিরিয়ে আনতে সমঝোতায় ব্যর্থ হয়ে আজ (শনিবার) ১১টার দিকে এরশাদ মিয়া হাতে থাকা দড়ি দিয়ে নিজ হাতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন।
নেত্রকোনার মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, নিহত আরাফাতের বাবা এরশাদকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার জন্য নিহতের মা আফরোজা থানায় এসেছে বলে তিনি জানান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নেত্রকোনা প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ১৪:২৭

পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে আট বছরের শিশু সন্তান নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টার দিকে নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন (৮) একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. এরশাদ মিয়ার (৩৬) ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরাফাত হোসেনের বাবা এরশাদ মিয়ার তার মা আফরোজার সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আফরোজা তার আট বছরের শিশু ছেলে আরাফাতকে নিয়ে তার মামা কান্দুলিয়া গ্রামের লিটনের বাড়িতে থাকেন।
বিয়ের আগেও আফরোজা তার মামার বাড়িতে থেকে বড় হন। বেশ কয়েক মাস আগে এ দম্পতির বিবাহ বিচ্ছেদের পর থেকে এরশাদ মিয়া প্রায় সময় পারিবারিক কলহ মেটানো এবং সন্তানের খোঁজখবর নিতে কান্দুলিয়া গ্রামে যাতায়াত করতেন।
স্ত্রীকে ফিরিয়ে আনতে সমঝোতায় ব্যর্থ হয়ে আজ (শনিবার) ১১টার দিকে এরশাদ মিয়া হাতে থাকা দড়ি দিয়ে নিজ হাতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন।
নেত্রকোনার মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, নিহত আরাফাতের বাবা এরশাদকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার জন্য নিহতের মা আফরোজা থানায় এসেছে বলে তিনি জানান।