ইজিবাইকের ভাড়া নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২১ ২২:২৫
হবিগঞ্জের লাখাইয়ে ইজিবাইকের ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পাঁচজনকে গ্রেপ্তার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তায় চলাচলকারী ইজিবাইকচালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে ১০ টাকার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে উভয়ের পক্ষ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুটি দল। সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে দুজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২১ ২২:২৫

হবিগঞ্জের লাখাইয়ে ইজিবাইকের ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পাঁচজনকে গ্রেপ্তার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তায় চলাচলকারী ইজিবাইকচালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে ১০ টাকার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে উভয়ের পক্ষ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুটি দল। সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে দুজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।