গাজীপুর সিটির নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে: মেয়র জাহাঙ্গীর
গাজীপুর প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২১ ২২:৩২
গাজীপুর সিটি করপোরেশন এলাকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, এ মহানগরীর নাগরিকরা যাতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পান সে লক্ষ্যে মনিটরিং সেলের অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। পর্যায়ক্রমে সিটির প্রতিটি ওয়ার্ডের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে ভ্যাকসিনের তালিকা শুরু হয়েছে। ওই তালিকা প্রণয়ন করতে বুধবার থেকে সিটির স্বাস্থ্য অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। নাগরিকরা যেন ভ্যাকসিন বাবদ কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক কোনো লেনদেন না করেন সেজন্য তাদের সচেতন থাকার অনুরোধ জানান মেয়র জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান, জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান প্রমুখ।
এ ছাড়া সভায় সিটি ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২১ ২২:৩২

গাজীপুর সিটি করপোরেশন এলাকার সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, এ মহানগরীর নাগরিকরা যাতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পান সে লক্ষ্যে মনিটরিং সেলের অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। পর্যায়ক্রমে সিটির প্রতিটি ওয়ার্ডের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে ভ্যাকসিনের তালিকা শুরু হয়েছে। ওই তালিকা প্রণয়ন করতে বুধবার থেকে সিটির স্বাস্থ্য অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। নাগরিকরা যেন ভ্যাকসিন বাবদ কোনো ব্যক্তির মাধ্যমে আর্থিক কোনো লেনদেন না করেন সেজন্য তাদের সচেতন থাকার অনুরোধ জানান মেয়র জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান, জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান প্রমুখ।
এ ছাড়া সভায় সিটি ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।