কেরানীগঞ্জে বিলুপ্ত প্রায় মেছো বাঘ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২১ ২২:৩২
ঢাকার কেরানীগঞ্জে বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ শিয়াল ধরার ফাঁদে আটক পরেছে। পরে বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কেরানীগঞ্জের কাঁঠালতলি গ্রামে।
কাঁঠালতলি এলাকার খামারি হোসেন ঢালী জানান গত কয়েকদিনে আমার অনেকগুলো হাস্য খোয়া যায়। পরশুদিন রাতেও আমার ৮টি হাঁস খোয়া যায়। ধারণা করেছিলাম শিয়াল এই কাজ করছে। তাই শিয়ালকে ধরার জন্য গতকাল রাতে আমি খাঁচায় একটি ফাঁদ পাতি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচায় প্রায় তিন ফুট লম্বা একটি মেছো বাঘ ধরা পরেছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার সকলে আমার বাড়িতে ভিড় করে। পরে স্থানীয় কয়েকজন ইউএনও সাহেবকে খবর দিলে প্রাণী সম্পদ কর্মকর্তা এসে বাঘটিকে উপজেলা পরিষদে নিয়ে যায়।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহির উদ্দিন বলেন, এটা বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ। এরা গাছেও উঠতে পারে। এই এলাকায় এসব প্রাণী থাকাটা অস্বাভাবিক নয়। এটি একা না, এর সাথে আরও বাঘ থাকতে পারে এখানে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তন্বী জানান, বাঘটি উপজেলা নির্বাহী অফিসার স্যারের তত্ত্বাবধানে উপজেলা পরিষদে রাখা আছে আপাতত। বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের মাধ্যমে বাঘটি ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ১৯ জানুয়ারি, ২০২১ ২২:৩২

ঢাকার কেরানীগঞ্জে বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ শিয়াল ধরার ফাঁদে আটক পরেছে। পরে বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কেরানীগঞ্জের কাঁঠালতলি গ্রামে।
কাঁঠালতলি এলাকার খামারি হোসেন ঢালী জানান গত কয়েকদিনে আমার অনেকগুলো হাস্য খোয়া যায়। পরশুদিন রাতেও আমার ৮টি হাঁস খোয়া যায়। ধারণা করেছিলাম শিয়াল এই কাজ করছে। তাই শিয়ালকে ধরার জন্য গতকাল রাতে আমি খাঁচায় একটি ফাঁদ পাতি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচায় প্রায় তিন ফুট লম্বা একটি মেছো বাঘ ধরা পরেছে। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার সকলে আমার বাড়িতে ভিড় করে। পরে স্থানীয় কয়েকজন ইউএনও সাহেবকে খবর দিলে প্রাণী সম্পদ কর্মকর্তা এসে বাঘটিকে উপজেলা পরিষদে নিয়ে যায়।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহির উদ্দিন বলেন, এটা বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ। এরা গাছেও উঠতে পারে। এই এলাকায় এসব প্রাণী থাকাটা অস্বাভাবিক নয়। এটি একা না, এর সাথে আরও বাঘ থাকতে পারে এখানে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তন্বী জানান, বাঘটি উপজেলা নির্বাহী অফিসার স্যারের তত্ত্বাবধানে উপজেলা পরিষদে রাখা আছে আপাতত। বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের মাধ্যমে বাঘটি ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।