বাজার সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২১ ১৮:১০
রূপগঞ্জের অদূরে বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান 'বাজার সারাবেলা'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দেশের অন্যতম এ সুপার শপের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার রাতে বাজার সারাবেলায় বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান ভুইয়া সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা খাইরুল আলম নয়ন, চিত্রনায়ক নজরুল রাজ, ব্যবসায়ী মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় রফিকুল ইসলাম বলেন, গত এক বছরে বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর উত্তরাঞ্চলের বাসিন্দাদের আস্থা অর্জন করেছে বাজার সারাবেলা। ভবিষ্যতেও এর ধারাবাহিতা বজায় থাকবে।
তিনি বলেন, এ ধরনের সুপারশপ রাজধানীর অন্যান্য এলাকায়ও গড়ে তোলা হবে। এতে ক্রেতারা ভেজালমুক্ত পণ্যে হাতে পাওয়ার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২১ ১৮:১০

রূপগঞ্জের অদূরে বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান 'বাজার সারাবেলা'র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দেশের অন্যতম এ সুপার শপের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার রাতে বাজার সারাবেলায় বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান ভুইয়া সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা খাইরুল আলম নয়ন, চিত্রনায়ক নজরুল রাজ, ব্যবসায়ী মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় রফিকুল ইসলাম বলেন, গত এক বছরে বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর উত্তরাঞ্চলের বাসিন্দাদের আস্থা অর্জন করেছে বাজার সারাবেলা। ভবিষ্যতেও এর ধারাবাহিতা বজায় থাকবে।
তিনি বলেন, এ ধরনের সুপারশপ রাজধানীর অন্যান্য এলাকায়ও গড়ে তোলা হবে। এতে ক্রেতারা ভেজালমুক্ত পণ্যে হাতে পাওয়ার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।