পুত্রবধূকে ধর্ষণে শ্বশুরের যাবজ্জীবন
নীলফামারী প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২১ ২০:৫৪
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী জানান, পুত্রবধূ রাজিয়া সুলতানাকে ধর্ষণের মামলায় সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের আজগার আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই রায় প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।
মামলার বিবরণ দিয়ে বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে পুত্রবধূ রাজিয়া সুলতানাকে ধর্ষণ করেন শ্বশুর আজগার আলী (৪৫)। এ ঘটনায় ১৩ অক্টোবর শ্বশুরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন ওই পুত্রবধূ।
মামলাটি তদন্ত শেষে আসামি আজগার আলীর বিরুদ্ধে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালত অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নীলফামারী প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২১ ২০:৫৪

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী জানান, পুত্রবধূ রাজিয়া সুলতানাকে ধর্ষণের মামলায় সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামের আজগার আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই রায় প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।
মামলার বিবরণ দিয়ে বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে পুত্রবধূ রাজিয়া সুলতানাকে ধর্ষণ করেন শ্বশুর আজগার আলী (৪৫)। এ ঘটনায় ১৩ অক্টোবর শ্বশুরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন ওই পুত্রবধূ।
মামলাটি তদন্ত শেষে আসামি আজগার আলীর বিরুদ্ধে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালত অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
শেয়ার করুন