নওগাঁ সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁ প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২১ ০২:০৭
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে মোশাররফ হোসেন (৪০) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। মোশারফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে।
নওগাঁ-১৬ বিজিবি’র (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির স্থানীয়দের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান, মোশারফ হোসেন নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। মোশাররফ টেক্কাপাড়া ক্যাম্পে আটক রয়েছেন। বিজিবির পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নওগাঁ প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২১ ০২:০৭

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে মোশাররফ হোসেন (৪০) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। মোশারফ হোসেন উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে।
নওগাঁ-১৬ বিজিবি’র (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির স্থানীয়দের বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান, মোশারফ হোসেন নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার সময় ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। মোশাররফ টেক্কাপাড়া ক্যাম্পে আটক রয়েছেন। বিজিবির পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
শেয়ার করুন