হিলিতে ভারতীয় গরু, ফেনসিডিল ও মদ জব্দ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০২১ ২২:০৭
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ২টি গরু, ২টি মহিষ, ৩০৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে হিলি সীমান্তর রেলস্টেশন ও বিরামপুরের কসবা সাগরপুরে পৃথক অভিযান চালিয়ে মালামালগুলি জব্দ করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, গত কয়েক দিন ধরেই হিলিসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারি দল দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিশেষ টহল দল আজ রবিবার সকালে হিলি সীমান্তর রেলস্টেশনের পাশে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পোঁটলা ফেলে পালিয়ে যায়, পরে পরিত্যক্ত অবস্থায় পোঁটলা উদ্ধার করে তার ভেতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোর ৫টার দিকে বিজিবির ভাইগর ক্যাম্পের টহলদল ভারত থেকে গরু ও মহিষ পাচার করে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিরামপুরের কসবা সাগরপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ জব্দ করে। জব্দকৃত গরু মহিষ ও মাদকদ্রব্যের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১০ লাখ ২ হাজার ২শ টাকা।
অনুসন্ধানে ঘটনার সঙ্গে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০২১ ২২:০৭

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ২টি গরু, ২টি মহিষ, ৩০৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে হিলি সীমান্তর রেলস্টেশন ও বিরামপুরের কসবা সাগরপুরে পৃথক অভিযান চালিয়ে মালামালগুলি জব্দ করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, গত কয়েক দিন ধরেই হিলিসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে চোরাকারবারি দল দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিশেষ টহল দল আজ রবিবার সকালে হিলি সীমান্তর রেলস্টেশনের পাশে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পোঁটলা ফেলে পালিয়ে যায়, পরে পরিত্যক্ত অবস্থায় পোঁটলা উদ্ধার করে তার ভেতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোর ৫টার দিকে বিজিবির ভাইগর ক্যাম্পের টহলদল ভারত থেকে গরু ও মহিষ পাচার করে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিরামপুরের কসবা সাগরপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু ও ২টি মহিষ জব্দ করে। জব্দকৃত গরু মহিষ ও মাদকদ্রব্যের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ১০ লাখ ২ হাজার ২শ টাকা।
অনুসন্ধানে ঘটনার সঙ্গে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।