দুমকিতে ইয়াবাসহ ২ যুবক আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২১ ১১:৩৬
পটুয়াখালীর দুমকিতে ইয়াবাসহ মো. রাসেল আহমেদ (৩৫) ও এনায়েতুল্লাহ কিরণ (৩৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এনায়েতুল্লাহ কিরণকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এক ঘণ্টার ব্যবধানে উপজেলার লেবুখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. রাসেল আহমেদকে আটক করে পুলিশ।
আটক রাসেল চকবাজার থানার বস স্ট্রিট এলাকার আব্দুল বাসেতের ছেলে এবং এনায়েতুল্লাহ কিরণ রাঙ্গাবালী থানার কাটাখালী এলাকার আব্দুল কুদ্দুস চৌকিদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে এসআই জাফর, এসআই সঞ্জীবসহ পুলিশের একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুমকি থানার এসআই জাফর জানান, মোটরসাইকেলে কুয়াকাটার উদ্দেশ্যে ইয়াবাগুলো যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এরপর মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২১ ১১:৩৬

পটুয়াখালীর দুমকিতে ইয়াবাসহ মো. রাসেল আহমেদ (৩৫) ও এনায়েতুল্লাহ কিরণ (৩৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এনায়েতুল্লাহ কিরণকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এক ঘণ্টার ব্যবধানে উপজেলার লেবুখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. রাসেল আহমেদকে আটক করে পুলিশ।
আটক রাসেল চকবাজার থানার বস স্ট্রিট এলাকার আব্দুল বাসেতের ছেলে এবং এনায়েতুল্লাহ কিরণ রাঙ্গাবালী থানার কাটাখালী এলাকার আব্দুল কুদ্দুস চৌকিদারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে এসআই জাফর, এসআই সঞ্জীবসহ পুলিশের একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুমকি থানার এসআই জাফর জানান, মোটরসাইকেলে কুয়াকাটার উদ্দেশ্যে ইয়াবাগুলো যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এরপর মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।