জামালপুরে ট্রিপল মার্ডার মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজীবন
জামালপুর প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০২১ ২১:৩৬
জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম তারা জানান, সরিষাবাড়ী উপজেলায় ২০১৩ সালের ১৪ নভেম্বর মো. ফজলুর রহমান, কোরবান আলী তালুকদার ও ইউসুফ নৌকা যোগে বাড়ী ফেরার পথে চর নলসন্ধ্যা খেয়াঘাটের কাছে পৌছালে জলদস্যু আব্দুল হাই এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইঞ্জিনচালিত নৌকাযোগে তাদের উপর হামলা ও মারধর করে একপর্যায়ে অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায়।
ঘটনার তিনদিন পরে ইউসুফ ও পাঁচদিন পরে ফজলুর রহমানের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হলেও কোরবান আলী নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে নিহত ফজলুর রহমানের স্ত্রী সুরাইয়া খাতুন বাদী হয়ে আব্দুল হাইকে প্রধান আসামী করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামী বেলাল কে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান, হুরমুজ আলী কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১২ জন কে খালাসের আাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জামালপুর প্রতিনিধি | ২৭ জানুয়ারি, ২০২১ ২১:৩৬

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম তারা জানান, সরিষাবাড়ী উপজেলায় ২০১৩ সালের ১৪ নভেম্বর মো. ফজলুর রহমান, কোরবান আলী তালুকদার ও ইউসুফ নৌকা যোগে বাড়ী ফেরার পথে চর নলসন্ধ্যা খেয়াঘাটের কাছে পৌছালে জলদস্যু আব্দুল হাই এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইঞ্জিনচালিত নৌকাযোগে তাদের উপর হামলা ও মারধর করে একপর্যায়ে অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায়।
ঘটনার তিনদিন পরে ইউসুফ ও পাঁচদিন পরে ফজলুর রহমানের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হলেও কোরবান আলী নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে নিহত ফজলুর রহমানের স্ত্রী সুরাইয়া খাতুন বাদী হয়ে আব্দুল হাইকে প্রধান আসামী করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামী বেলাল কে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান, হুরমুজ আলী কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১২ জন কে খালাসের আাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু।