পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
শরীয়তপুর প্রতিনিধি | ২৮ জানুয়ারি, ২০২১ ২০:০৭
নিহাল ছৈয়াল
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহাল ছৈয়াল (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌরসভার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাল ছৈয়াল দক্ষিণ ডামুড্যা গ্রামের শিশু ছৈয়ালের ছেলে। নিহাল পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে নিহাল ডামুড্যা বাজারের দিকে যাচ্ছিল। দক্ষিণ ডামুড্যা এলাকার বিসমিল্লাহ রাইস মিলের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নিহাল। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে নিহালের মৃত্যু হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
শরীয়তপুর প্রতিনিধি | ২৮ জানুয়ারি, ২০২১ ২০:০৭

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহাল ছৈয়াল (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌরসভার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাল ছৈয়াল দক্ষিণ ডামুড্যা গ্রামের শিশু ছৈয়ালের ছেলে। নিহাল পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে নিহাল ডামুড্যা বাজারের দিকে যাচ্ছিল। দক্ষিণ ডামুড্যা এলাকার বিসমিল্লাহ রাইস মিলের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নিহাল। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে নিহালের মৃত্যু হয়।